Feature Newsত্রিপুরাপূর্বোত্তরভারত

কলকাতা টু গৌহাটি ট্রেন গুলি সম্প্রসারিত হবে আগরতলা পর্যন্ত

ত্রিপুরা, ১২ অক্টোবর : আগরতলা রেলস্টেশনকে বিশ্বমানের রেলস্টেশন হিসেবে তৈরি করা হবে। এর জন্য কাজ চলছে। কলকাতা ও গৌহাটির মধ্যে যে রেলগুলি চলছে তা আগরতলা পর্যন্ত সম্প্রসারিত করা হবে। আগরতলা স্টেশনে এক্সেলেটর বসানোর কাজ চলছে। বদরপুর থেকে আগরতলা পর‍্যন্ত রেল লাইনের উন্নতিকরনের দিকটির পাশা পাশি চুড়াইবাড়ি, সেকেরকোট ষ্টেশন এবং জিরানিয়া স্টেশনের উন্নতিকরনের কাজ শুরু হয়েছে।

বাংলাদেশের সাথে রেল যোগাযোগের বিষয় নিয়ে আলোচনা অনেক দূর অগ্রসর হয়েছে।

মঙ্গলবার আগরতলা রেল স্টেশনে সাংবাদিক সম্মেলন করে এমনটাই বললেন, এনএফ রেলওয়ের লামডিং ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার জেএস লাকরা। এদিন তিনি বলেন, আগরতলা রেলস্টেশনকে বিশ্বমানের পর‍্যায়ে নিয়ে যাওয়ার জন্য কাজ চলছে। রেলওয়ে মন্ত্রণালয় থেকে এর জন্য প্রয়োজনীয় অনুমোদন ও অর্থ বরাদ্দ হয়ে গেছে। এই কাজটি করার জন্য..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *