Feature NewsfleshTrending Newsত্রিপুরা

কলেজে ছাত্র ভর্তি নিয়ে সরব এনএসইউআই

ত্রিপুরা , ২১ সেপ্টেম্বর : রাজ্যের বহু মহাবিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে অভিভাবক থেকে শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হওয়ার উপক্রম । ভর্তির বিষয়টিকে কেন্দ্র করে ক্ষমতাসিন দলের ছাত্র সংগঠনগুলো অযথা পরিবেশ বিনষ্ট করার চক্রান্ত শুরু করেছে । ইতিমধ্যে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই এর পক্ষ থেকে বিভিন্ন কলেজের ছাত্র নেতাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সুরাহার জন্য কলেজের অধ্যক্ষ ও শিক্ষা দপ্তরে দারস্থ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । কলেজগুলোতে সুষ্ঠু ভর্তির ব্যবস্থা সহ বিভিন্ন দাবি নিয়ে উচ্চশিক্ষা অধিকর্তার দ্বারস্থ হন এনএসইউআই ।

এনএসইউআই রাজ্য সভাপতি সম্রাট রায় জানায় , রাজ্যের ছাত্র – ছাত্রিদের স্বার্থে প্রতিনিয়ত লড়াই আন্দোলন করে আসছে ।

সাড়ে চার বছর ধরে একটা সরকার চলছে রাজ্যে , কোন কিছুই করতে পারেনি । টেট উত্তীর্ণদের নিয়ে ছিনিমিনি খেলছে , জেআরবিটির ফল প্রকাশ করতে পারছেনা , ১০৩২৩ শিক্ষকদের জীবন অন্ধকারে , কলেজে বহিরাগতরা সন্ত্রাস চালাচ্ছে । ফলে অতিসত্বর এগুলো বন্ধ না করলে ছাত্র – ছাত্রীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে ।

Download App : https://play.google.com/store/apps/details?id=com.insyssky.app.tripuranewsofficial

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *