কাত্যায়নী পূজার আয়োজন দুর্গাবাড়িতে
ত্রিপুরা, ১৯ নভেম্বর : তিথি মেনে বিগত দিনের মতো এবারও রাজধানী আগরতলার দুর্গাবাড়িতে আয়োজন করা হয় কাত্যায়নী পূজা। কাত্যায়নী হলেন হিন্দু দেবী দুর্গার একটি বিশেষ রূপ এবং মহাশক্তির অংশবিশেষ। নবরাত্রি উৎসবের সময় তার পূজা প্রচলিত। তাই প্রথা মেনেই রাজন্য বিজরিত দুর্গা বাড়িতে চলছে এখন এই পূজা।
কাত্যায়নী হিন্দু দেবী দুর্গার একটি বিশেষ রূপ এবং মহাশক্তির অংশবিশেষ।
তিনি নবদুর্গা নামে পরিচিত দুর্গার নয়টি বিশিষ্ট রূপের মধ্যে ষষ্ঠ। নবরাত্রি উৎসবের সময় তার পূজা প্রচলিত। শাক্তধর্ম মতে, তিনি মহাশক্তির একটি ভীষণা রূপ এবং ভদ্রকালী বা চণ্ডীর মতো যুদ্ধদেবী রূপে পূজিতা। লোকবিশ্বাস অনুযায়ী, তার গাত্রবর্ণ দুর্গার মতোই লাল। খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে রচিত পতঞ্জলির মহাভাষ্য গ্রন্থে তাকে মহাশক্তির..