কাশী বিশ্বনাথ মন্দিরের ইতিহাস এ বার অ্যাপে!
ত্রিপুরা, ২৫ নভেম্বর : জ্ঞানবাপী মসজিদের অধিকার ঘিরে আইনি লড়াইয়ের আবহেই, লাগোয়া কাশী বিশ্বনাথ মন্দিরের পরাটনে আকর্ষণ বাড়ানোর কাজে সক্রিয় হল যোগী আদিত্যনাথের সরকার। উত্তরপ্রদেশ পরাটন দফতর মন্দিরে আগত পুণ্যার্থী এবং পর্যটকদের জন্য শুরু করতে চলছে প্রায় ৪৫ মিনিটের একটি ‘অডিয়ো ট্যুর’।
যোগী সরকারের এক পর্যটন আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শব্দের মায়ায় কাশী বিশ্বনাথ মন্দিরের ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরাই তাঁদের উদ্দেশ্য।
তাই ওই “অডিয়ো ট্যুর’-এর পরিকল্পনা। মোবাইল অ্যাপের মাধ্যমে এবং মন্দির চত্বরে বানানো স্মার্ট কিয়স্তে অভিয়ো গাইডের গলায় শোনা যাবে সেই ইতিহাস। দৈনিক তিন লক্ষেরও বেশি পর্যটক ও পুণ্যার্থী ওই অডিয়ো ট্যুরের সাহায্য পাবেন বলে দাবি করেছেন তিনি।বর্তমান কাশী বিশ্বনাথ মন্দিরটি ১৭৮১ সালে..