কুচক্রীদের দূরে ঠেলে কেন্দ্রের আস্থা ডাঃ মানিকেই
ত্রিপুরা, ৬ মার্চ : ডাঃ মানিক সাহাকেই আস্থা রাখতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অপেক্ষা শুধুমাত্র চূড়ান্ত ঘোষণার। শনিবার রাতেই হিমন্ত বিশ্বশর্মার উপস্থিতিতে বিজেপির অন্যান্য রাজ্য নেতৃবৃন্দের সাথে আলোচনাক্রমেই মনিক সাহাকেই মুখ্যমন্ত্রীর করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে খবর। তবে দলীয়ভাবে বিষয়টি এখনো জানা না গেলেও ডাঃ মানিক সাহার উপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা রাখার প্রধান কারণ হলো একদিকে তিনি স্বজ্জন এবং শিক্ষিত। এরমধ্যে তিনি তাঁর শাসনকালে যে স্বল্প সময় পেয়েছেন এই সময়ের মধ্যে বড় ধরনের কিছু করতে না পারলেও নিজেকে তিনি দুর্নীতি এবং অভিযোগ মুক্ত রেখেছেন। যদিও একটা দুষ্টচক্র বরাবরই তাকে কালিমালিপ্ত করার পাশাপাশি ভোটে পরাস্ত করারও একটা অপপ্রয়াস নিয়েছিলেন। এমনকি মানিক সাহার হয়ে ভোট প্রচারেও বের হননি ওই কুচক্রীরা। অথচ মানিক সাহা কিন্তু তার এলাকার বাইরেও অন্যান্য বিধানসভা কেন্দ্রের প্রার্থীর হয়ে প্রচারে..