Feature NewsfleshNewsভারত

কেন্দ্রীয় কর্মচারীদের বকেয়া ডিএ এখুনি নয় সংসদে ঘোষণা

ত্রিপুরা, ১৪ ডিসেম্বর : বছর শেষে সরকারি কর্মচারীদের জন্যে বড় ঝটকা। গত ১৮ মাসের মহার্ঘ ভাতার বকেয়া মিটিয়ে দেওয়া এখনই সম্ভব নয়। মঙ্গলবার তা কার্যত স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনার সময়ে প্রাপ্ত মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা আটকে দেয় কেন্দ্রীয় সরকার। এমনকি এই ভাতা মিটিয়ে দেওয়ার কথাও বলা হয়। কিন্তু এদিনের কেন্দ্রীয় সরকারের বার্তা অবশ্যই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

এই মুহূর্তে শীতকালীন অধিবেশন চলছে লোকসভাতে।

একাধিক ইস্যুতে আলোচনা চলছে। আর এর মধ্যেই অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী রাজ্যসভাতে বক্তব্য রাখেন। আর সেখানেই একটি লিখিত জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানান, করোনার সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাস্তবিক ভাবে এখনই মিটিয়ে দেওয়া সম্ভব হয়। এই বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ২০২০ সালে করোনার ব্যাপক প্রভাব পড়ে অর্থনীতিতে। এই অবস্থাতেও একাধিক কল্যাণমূলক পদক্ষেপ সরকারকে নিতে হয়েছে। যার প্রভাব ২০২০-২১ আর্থিক বছরেও ব্যাপক প্রভাব ফেলেছিল বলে দাবি পঙ্কজ চৌধুরীর। অন্যদিকে পঙ্কজ চৌধুরী আরও জানাচ্ছেন, ১৮ মাসের ডিএ এবং ডিআর মিটিয়ে দেওয়ার জন্যে কর্মচারী..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *