কেন্দ্রীয় কারাগারে নেশা সামগ্রী পাচার করতে গিয়ে যুবক ধৃত
ত্রিপুরা, ১০ নভেম্বর : বহুদিন ধরে অভিযোগ ছিল। সোমবার রাতে হাতে নাতে ধরা গেল কেন্দ্রীয় সংশোধনাগারে নেশা সামগ্রী ঢোকানোর সময়। গ্রেপ্তার এক। ঘটনার বিবরণে জানা গেছে, বিশালগড় স্থিত কেন্দ্রীয় সংশোধনাগারে দীর্ঘদিন ধরে কয়েদিদের মধ্যে নেশা সামগ্রীর একটা রমরমা ব্যবসা চলে আসছিল। সম্প্রতি রাজ্য সরকার কারারক্ষীদের অভাবে সংশোধনাগারের বহির্বিভাগ নিরাপত্তার জন্য টিএসআর নিয়োগ করে। ৩ নভেম্বর সাজা পেয়ে কেন্দ্রীয় সংশোধনাগারে সাজা পেয়ে আসে সদর মহকুমার লংকামুড়ার শংকর সরকার।
সোমবার সন্ধ্যা রাতে তার সহযোগী সুব্রত সরকার তার সাথে দেখা করতে আসে। খাবারের প্যাকেটের সাথে বিস্কুটের প্যাকেট দেয় ।
কয়েদি শংকর সরকার বিস্কুটের প্যাকেট নিয়ে যাওয়ার পথে ঐ প্যাকেটটি তার হাত থেকে পড়ে যায়। বিস্কুটের প্যাকেট তুলে নেওয়ার পর পাশে দাঁড়িয়ে থাকা এক টিএসআর কর্মী পুরো ঘটনা দেখে এগিয়ে আসেন। ঐ জওয়ান এগিয়ে এসে পুরো প্যাকেট তুলে নিয়ে যান। পরীক্ষা করে দেখা যায় ঐ প্যাকেটে ব্রাউন সুগার ছিল। সঙ্গে সঙ্গেই ঘটনা জেল সুপারের নজরে নেওয়া হয়। তিনি বিশালগড় থানার পুলিশকে জানান। পুলিশ এসে সুব্রত সরকারকে ধরে নিয়ে যায়। এই ঘটনায় প্রমাণিত হল কেন্দ্রীয় সংশোধনাগারে কারাকর্মী এবং আধিকারিকদের যোগসাজশে এই ঘটনা চলে আসছে।