Feature NewsNewsত্রিপুরাভারত

কেন্দ্রীয় হারে ডিএ’র দায় রাজ্য সরকারের

ত্রিপুরা, ২৯ অক্টোবর : ত্রিপুরায় কর্মরত ত্রিপুরা ক্যাডারের অল ইন্ডিয়া সার্ভিসেস অফিসার এবং ত্রিপুরায় ডেপুটেশনে কর্মরত অন্যান্য সমস্ত কর্মচারীদের কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা প্রদানের ব্যয়ভার এবার থেকে রাজ্য সরকারকেই বহন করতে হবে।

গত ২৬শে অক্টোবর রাজ্য সরকারের অবর সচিব ডি দেববর্মা স্বাক্ষরিত এক মেমোরেণ্ডামে একথা উল্লেখ করা হয়েছে।

মেমোরেন্ডামে বলা হয়েছে, গত তেসরা অক্টোবর কেন্দ্রীয় অর্থমন্ত্রকের জারি করা মেমোরেন্ডামে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ১লা জুলাই থেকে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য কেন্দ্রীয় সরকার যে পরিমাণ মহার্ঘভাতা প্রদানের ঘোষণা করেছে সেই মহার্ঘভাতা সংশ্লিষ্ট কর্মচারীদের মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *