কেন্দ্রের ব্যর্থতায় ধাক্কা গ্রামীণ অর্থনীতিতে
ত্রিপুরা, ১৪ ডিসেম্বর : চরম মূল্যবৃদ্ধির দাম চোকাতে হচ্ছে দেশকে। মুখ থুবড়ে পড়েছে কাজের বাজার। বণিক মহল বারবার বলছে, সাধারণ মানুষের হাতে টাকার জোগান না বাড়লে বেলাগাম এই অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব নয়। আর এই পরিস্থিতিতে কেন্দ্রে দাবি, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করেই তারা পরিস্থিতি সামাল দেবে।
কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্ট মোদি সরকারের এই ‘সদিচ্ছা’ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে।
১০০ দিনের কাজে কেন্দ্রের উদাসীনতাই স্পষ্ট হয়ে গিয়েছে তাতে। আরবিআই হিসেব দিয়ে বুঝিয়েছে, চলতি আর্থিক বছরে চরম আকার নিয়েছে এই কাজের ক্ষেত্রে সরকারের ব্যর্থতা। কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক? নভেম্বর মাসের বুলেটিনে তারা জানাচ্ছে, গ্রমীণ এলাকায় কাজের চাহিদা..