Feature Newsfleshএই মুহূর্তেত্রিপুরা

কেন্দ্র রাজ্য ডিএ’র ব্যবধান ক্রমবর্ধমান , পাওনা গণ্ডার ক্ষোভ ক্রমেই বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে

ত্রিপুরা, ৭ অক্টোবর : ১৯৮৮ – ৯৩ সালের শাসনকালে ‘এত খারাপ’র মধ্যেও ৩৭৫০০ সরকারি দফতরে নিয়মিত চাকরি ও কর্মচারীদের পাওনাগণ্ডা মিটিয়ে দেওয়ার কথা কেউ ভুলবে না। নতুন প্রজন্মের কাছে সেই জোট সরকারের সাফল্য ও ভালো দিক বর্তমান কংগ্রেস টিম তুলে ধরতে সফল না ব্যর্থ সেটা ভিন্ন বিষয়। কিন্তুআজকের দিনে যখন ডিএ ব্যবধান ৩০ শতাংশ, সর্বোচ্চ ২.৭২ নয় সেখানে কর্মচারীদের সব দিয়ে দেওয়া হয়েছে তা অতিবড় রাষ্ট্রবাদী নেতাও বলতে পারবেন না, বলার সাহসও নেই।

আবার তিনিও সেই জোট সরকারের কর্মচারীদের পাওনাগণ্ডা মিটিয়ে দেওয়ার কথা অস্বীকারও করবেন না।

আজকের দিনে সমর রায়, স্বর্ণেন্দু বণিক, রতনলাল নাথ, সন্তোষ সাহারা ভালো বলতে পারবেন সত্যি সত্যি বিজেপির আমলে রাজ্যের সরকারি কর্মচারীরা সব পেয়ে গেছে কিনা । একটা সময় রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ ব্যবধান শূন্যে নেমে আসে, কারণ ত্রিপুরা উচ্চ আদালতের ধাক্কা খেয়ে তৎকালীন বামফ্রন্ট সরকার ডিএ পূরণ করে দিয়েছিল। ২০০৯ সালের আগেই সমর রায়রা..

সূত্র : আজকের ফরিয়াদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *