Feature Newsfleshত্রিপুরারাজনীতি

কৈলাশহর বিমানবন্দর চালু করতে রাজ্যসভায় সোচ্চার বিপ্লব

ত্রিপুরা, ১৪ ডিসেম্বর : কৈলাশহর বিমান বন্দর সূচনার কাজ দ্রুত বাস্তবায়নের বিষয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়ার দৃষ্টি আকর্ষণ করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব । শীতকালীন অধিবেশনে সোমবার সংসদে এই দাবি উত্থাপণ করেন তিনি। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে বিপ্লব কুমার দেব এই বিমানবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত জমির ব্যবস্থার উদ্যোগ নিয়েছিলেন।

এ বিমান বন্দরটি চালু হলে, ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল বিশেষভাবে উপকৃত হবে।

এদিন, সাংসদ বিপ্লব কুমার দেবের দাবির প্রত্যুত্তরে, এই বিমানবন্দর নির্মাণের অগ্রগতি সম্পর্কে শীঘ্রই অবহিত করার বিষয়ে জানান কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া দিল্লি সূত্রে খবর, অধিবেশনের মাঝেই, এর অগ্রগতি সম্পর্কে খোঁজ নিয়ে, খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এর কাজ সূচনা করার বিষয়ে বিপ্লব কুমার দেবকে তিনি আশ্বস্ত করেছেন বলে জানা গেছে। উল্লেখ্য, দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও বিগত দিনে আন্তরিকতার অভাবে বিমানবন্দরটি সূচনা করা সম্ভবপর হয়নি। কিন্তু বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী পদে দায়িত্বভার গ্রহণ করার পর পরই, বিমানবন্দরটি নব কলেবরে সূচনা করার যৌথোপযুক্ত উদ্যোগ গ্রহণ করেন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *