কোন্ পথে ফিরবে অর্থনীতির হাল, জবাব নেই কেন্দ্রের
ত্রিপুরা, ২৪ নভেম্বর : দেশে বেকারত্ব কীভাবে কমবে, টাকার পতন কীভাবে থামবে, কোভিডের সময়ে দেশের যত মানুষ কাজ হারিয়েছিলেন তার মধ্যে কত জন কাজ ফিরে পেয়েছেন, ভোজ্য তেলের দাম . কবে কমবে কিংবা বেসরকারি ক্ষেত্রে লগ্নি কত হয়েছে— কোনও প্রশ্নেরই উত্তর নেই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের কাছে। অথচ এরপরেও কেন্দ্রের দাবি, ২০২৬ সালের মধ্যে ভারত ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলবে।
সংসদের অর্থ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের তুলোধোনা করলেন প্রধান বিরোধী সাংসদরা।
এমনকি সরকার পক্ষ, অর্থাৎ বি জে পি সাংসদেরও কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে এদিন। বিরোধী সাংসদদের চোখা চোখা প্রশ্নে একপ্রকার নিরুত্তরই ছিলেন দেশের তাবড় তাবড় অর্থ বিষয়ক আধিকারিকেরা। বিরোধী সাংসদরা তো বটেই, এদিনের বৈঠকে খোদ বি জে পি..