কোভিড নিয়ন্ত্রণে ত্রিপুরায় গৃহীত পদক্ষেপ প্রশংসিত গবেষণা পত্রে
ত্রিপুরা, ১৬ অক্টোবর : যেখানে ভারতের বিভিন্ন রাজ্যের কোভিড মোকাবেলায় সরকারের কর্মকাণ্ড অনেক সময় প্রশ্নের মুখে পড়ে, সেখানে সম্পূর্ণ ভিন্ন রাস্তায় হেঁটে রাজ্যে সরকারের কাজের ভূয়সী প্রশংসা উঠে এলো এক গবেষণা মূলক কাজে।
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ডঃ দেবর্ষি মুখার্জীর নেতৃত্বে এক গবেষণা শীর্ষক থেকে এই বিষয়ক তথ্য উঠে এসেছে।
ডঃ মুখার্জী ছাড়াও এই গবেষণায় ছিলেন, শুভায়ন চক্রবর্তী ডঃ শুভাশিস ভদ্র, খন্দকার কামরুল হাসান, লোকেশ কুমার জেনা এবং রঞ্জিত দেবনাথ। পোল্যান্ডস্থিত এক আন্তর্জাতিক জার্নাল, উক্ত গবেষণা মূলক কাজটিকে ছাপা হয়েছে। গবেষণায় উঠে এসেছে, প্রাস্তিক রাজ্য হওয়া সত্ত্বেও ত্রিপুরা সরকারের কোভিড নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ সমূহ জাতীয় স্তরে মূল ভুখণ্ডের বিভিন্ন রাজ্যগুলির চেয়ে বেশি কিছু পরিমিতিতে এগিয়ে রয়েছে। স্বাস্থ্য অবকাঠামোগত ত্রুটি থাকা সত্ত্বেও কোভিড পরীক্ষা এবং সনাক্তকরণের ক্ষেত্রে প্রতিবেশী কিছু দেশের থেকেও ত্রিপুরা অনেক অংশেই এগিয়ে রয়েছে। গ্রামীণ এলাকার নির্বাচিত জন বৃদ্ধি করার লক্ষ্যে পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রগুলির মাধ্যমে অনলাইন প্রশিক্ষণ দ্বারা অল্প সময়ের মধ্যে তাদের দায়িত্ব ও কর্তব্য..