কোভ্যাক্সিন ডোজের মেয়াদ শেষ জানুয়ারিতে
ত্রিপুরা, ৭ নভেম্বর : ভারতে করোনা সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কঠোর করোনা বিধি নেই বললেই চলে। এই পরিস্থিতি ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে, কোভ্যাক্সিনের প্রায় ৫০ মিলিয়ন ডোজ নষ্ট হতে চলেছে। ভারতে করোনা ভ্যাক্সিনের চাহিদা এখন নেই বললেই চলে।
যার জেরে ভারত বায়োটেকের মিলিয়ন কোভ্যাক্সিনের মেয়াদ ২০২৩ সালের জানুয়ারিতে শেষ হতে চলেছে।
২০২১ সালের জানুয়ারি থেকে ভারত বায়োটেক কোভ্যাক্সিন প্রস্তুত করা শুরু করে। ২০২১ সালের ডিসেম্বরে ভারত বায়োটেক বছরে এক বিলিয়ন ডোজ উৎপাদনের জন্য নিজেদের প্রস্তুত করে। কিন্তু ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে করোনা ভ্যাক্সিনের চাহিদা কমতে থাকে। ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে, ২০০ মিলিয়নের বেশি ডোজ বাল্কের আকারে তৈরি করা আছে। ৫০মিলিয়ন ডোজ বোতলে ভরা রয়েছে। এই ৫০ মিলিয়ন ডোজের মেয়াদ ২০২৩ সালের জানুয়ারি মাসে শেষ হয়ে যাবে। যার জেরে ভারত বায়োটেক ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। তবে ক্ষতির অঙ্কের পরিমাণ ভারত বায়োটেকের তরফে জানানো হয়নি। দেশব্যাপী করোনার টিকা ২১৯.৭১ কোটি ডোজ দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে করোনা সংক্রমণ দ্রুত হ্রাস পাচ্ছে। করোনা ভাইরাস আগের থেকে অনেকটাই দূর্বল হয়ে পড়েছে, করোনায় যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের মধ্যে..