Feature Newsfleshকরোনাভারত

ক্রমশ খারাপ হচ্ছে চিনের করোনা পরিস্থিতি, ঢেউ আছড়ে পড়বে ভারতেও ?

ত্রিপুরা, ৩০ ডিসেম্বর : দেশে করোনার সংক্রমণ আপাতত নিয়ন্ত্রণে থাকলেও আগামী এক থেকে দেড় মাস ভীষণ গুরুত্বপূর্ণ বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্যকর্তাদের বক্তব্য, চিনের করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। পূর্ব এশিয়ায় যখনই করোনার সংক্রমণ ছড়িয়েছে, তার ঢেউ ভারতে আছড়ে পড়তে এক মাসের কাছাকাছি সময় লেগেছে। সুতরাং আগামী এক-দেড় মাসেই স্পষ্ট হয়ে যাবে যে, এ দেশে করোনার চতুর্থ কোনও ঢেউ আসবে কি না। কড়াকড়ি উঠে যাওয়ার পরে কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে মাস্ক কেউ প্রায় পরছেনই না। এ দিকে চিন-সহ বিভিন্ন দেশে সংক্রমণ বেড়ে যাওয়ার পরে বিদেশ থেকে আগতদের নিয়ে চিন্তা বেড়েছে স্বাস্থ্য মন্ত্রকের। এঁদের অনেকেরই করোনা ধরা পড়ছে। আজও চেন্নাই বিমানবন্দরে দুবাই-ফেরত দু’জন পজিটিভ হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ থেকে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *