ক্ষমতা দখলের লোভে বিধানসভা নির্বাচনে শত্রু কংগ্রেসের সাথে হাত মিলিয়েছে সিপিএম : বিজেপি
ত্রিপুরা, ২২ এপ্রিল : ত্রিপুরায় ক্ষমতা দখলের লোভে বিধানসভা নির্বাচনে শত্রু কংগ্রেসের সাথে হাত মিলিয়েছে সিপিএম। কংগ্রেসের কালো শাসনই টানা ২৫ বছর রাজত্ব করার হাতিয়ার ছিল বামেদের। ওই কংগ্রেসের বিরুদ্ধে আওয়াজ তুলে শাসন করে গেছে সিপিএম। আজ সাংবাদিক সম্মেলনে এভাবেই সিপিএমের বিরুদ্ধে সুর চড়ালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য। এদিন তিনি বিগত ২৫ বছরে সিপিএমের শাসনকালে নির্বাচত্তোর সন্ত্রাস নিয়েও তোপ দাগেন। তাছাড়া, সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী ত্রিপুরায় নির্বাচনোত্তর সন্ত্রাস জারি রয়েছে বলে যে অভিযোগ তুলেছিলেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁর দাবি, গত নির্বাচনের পর বিজেপি সমস্ত কর্মী সর্মথকদের ভোটের ফলাফল ঘোষণা পর সন্ত্রাস সংঘটিত না করতে নির্দেশ দিয়েছিল। তারপরও বিরোধী দলের কর্মীরা বিজেপির কর্মী সর্মথকদের উপর হামলা চালিয়েছে, বাড়ি ঘর ভাঙচুর করেছে।