Feature Newsএই মুহূর্তেত্রিপুরাভারত

খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভে ফুঁসছে মানুষ

ত্রিপুরা, ১৪ অক্টোবর : খুচরো পণ্যের বাজারে মূল্যবৃদ্ধির আঁচ নেভার কোনও ইঙ্গিত নেই। বরং ক্রমশ‍ই তা বেড়ে চলেছে। গত বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় এই হার বৃদ্ধি ৭.৪১ শতাংশ। গত এপ্রিলের পর এই হার সর্বোচ্চ। জাতীয় পরিসংখ্যান বিভাগের প্রকাশিত তথ্য জানাচ্ছে, খুচরো বাজারে খাদ্য-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার কারণেই মূল্যবৃদ্ধি সূচক নতুন মাত্রা পেয়েছে।

মে, জুন ও জুলাই মাসে খুচরো মূল্যবৃদ্ধি নিম্নগামীই ছিল। অগস্ট মাসে তা রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া সীমার (২ থেকে ৬ শতাংশ) উপরে ওঠায় আবার সুদের হার বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়।

গত জুলাইয়ের ৬.৬৯ শতাংশ থেকে অগস্টে তা বেড়ে ৭.৬২ শতাংশ হয়েছিল। সেপ্টেম্বরে আরও বেড়ে হয়েছে ৭.৪১ শতাংশ।গত বছরের অগস্টেই এই খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৩.১১ শতাংশ। চলতি বছরে বর্ষার অনিশ্চয়তা এবং দেশের নানা প্রাতে তাপপ্রবাহের জেরে বহু ফসল নষ্ট হয়েছে। যার জেরে বাজারে আনাজের দাম বেড়ে যাওয়ায় খাদ্যপণ্যের দাম বেড়েছে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, চলতি অর্থবর্ষে মূল্যবৃদ্ধির হারকে ২ থেকে ৬..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *