গাঁজা সহ আটক ভিন রাজ্যের ৫
ত্রিপুরা , ২৭ সেপ্টেম্বর : গাঁজার সাম্রাজ্যে পরিণত হয়ে রয়েছে গোটা রাজ্য। নেশামুক্ত ত্রিপুরা গড়তে পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকা থাকা সত্ত্বেও গাঁজা পাচারকারীদের লাগাম টানা কোনভাবেই সম্ভব হচ্ছে না। ফের বহিঃরাজ্যে শুকনো গাঁজা পাচার করতে গিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ৮ কেজি অবৈধ শুকনো গাঁজার প্যাকেট শিশু সহ ২ জন মহিলা ও ১ জন পুরুষ মোট ৫ জনকে আটক করেছে।
ঘটনা, আজ সাপ্তাহিক হাটবার সোমবার তেলিয়ামুড়া থানাধীন অম্পি চৌমুহনি এলাকায়।
সোমবার সাপ্তাহিক হাটবারের দিন দুপুরে আনুমানিক ১২ টা নাগাদ বহিঃরাজ্য বিহার এবং নাগাল্যান্ডের দুই জন মহিলা এবং এক জন পুরুষ ট্রেনে করে তেলিয়ামুড়াতে আসে। তাদের সঙ্গে দুই জন শিশুও ছিল। গাঁজা পাচারের গোটা চক্রটি গাঁজা ভর্তি ব্যাগ নিয়ে তেলিয়ামুড়া শহরের অম্পি চৌমুহনি এলাকায় দীর্ঘক্ষণ ঘোরাফেরা করছিল। এতে স্থানীয় মানুষের সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গেই তেলিয়ামুড়া থানায় খবর দেয়। পুলিশ অম্পি চৌমুহনি থেকে শিশু সহ ৩ জনকে ব্যাগ সমেত আটক করে থানায় নিয়ে যায়। তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ টাকা হবে বলে জানা গেছে। এইদিকে পুলিশ তাদের বিরুদ্ধে এনডিপিএসে মামলা নিয়েছে।