গুগল মেটা, অ্যামাজনে ছাঁটাইয়ের আবহেও নিয়োগ নিয়ে আশাবাদী আইআইটি
ত্রিপুরা, ২৫ নভেম্বর : অতিমারি পরবর্তী পরিস্থিতিতে বিশ্ব জুড়ে সঙ্কটে পড়েছে অর্থনীতি। ‘গোদের উপর বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই আবহে তাই দেশের সেরা প্রযুক্তিশিক্ষা প্রতিষ্ঠান আইআইটির ক্যাম্পাসিংয়ে কত সংখ্যাক পড়ুয়া চাকরি পাবেন তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
আগামী ১ ডিসেম্বর থেকে দেশের আইআইটিগুলিতে ক্যাম্পাসিংয়ে পর্ব শুরু হচ্ছে।
তার আগে আর্থিক মন্দার কারণে গুগল, অ্যামাজন, মেটা, টুইটার-সহ বিভিন্ন প্রথম সাবির বহুজাতিক সংস্থায় ইাঁটাইয়ের ঘটনা চিন্তায় রেখেছে পড়ুয়া এবং অধ্যাপকদের একাংশকে। এই পরিস্থিতিতে বিভিন্ন স্টার্ট আপ সংস্থাও নিয়োগ প্রক্রিয়ার গতি শুথ করতে পারে বলে মনে করছেন তাঁরা। যদিও একাধিক আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছেন..