গুজরাটের সাফাই কর্মী পরিবারের সঙ্গে ভোজন করবেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল
ত্রিপুরা , ২৭ সেপ্টেম্বর : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সোমবার গুজরাটের এক স্যানিটেশন কর্মীর পরিবারের সঙ্গে তাঁর বাসভবনে ভোজন করবেন। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে আজ গুজরাট থেকে দিল্লি এসেছেন সাফাইকর্মী।
রবিবার গুজরাটের আহমেদাবাদে স্যানিটেশন কর্মীদের সঙ্গে এক আলাপচারিতার সময় একজন দলিত যুবক আপ-র জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তার বাড়িতে ভোজন করার আমন্ত্রণ জানিয়েছিলেন।
এতে মুখ্যমন্ত্রী ওই যুবকের আমন্ত্রণ গ্রহণ করেন এবং বলেন, আপনাকে পুরো পরিবারের সঙ্গে ভোজনের জন্য প্রথমে দিল্লিতে আমার বাড়িতে আসতে হবে এবং আমি যখন আসন্ন সফরে গুজরাটে আসব তখন আমিও যাব। দলিত পরিবার আজ সকাল সাড়ে ৮ টায় বিমান গুজরাট রওনা দিয়ে এবং সাড়ে ১০ টায় দিল্লি বিমানবন্দরে পৌঁছায়। দলের নেতা তথা রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডা এখানে উপস্থিত ছিলেন। সেখান থেকে তাকে পঞ্জাব ভবনে নিয়ে যাওয়া হয় দুপুর দেড়টায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে মধ্যাহ্নভোজ করবেন এবং সন্ধ্যা ৬.৩০ মিনিটে দিল্লি থেকে গুজরাটের উদ্দেশ্যে রওনা হবেন।