Feature NewsNewsভারতরাজনীতি

গুজরাট নির্বাচন ঘোষণা শীঘ্রই

ত্রিপুরা, ৩০ অক্টোবর : ভারতের জাতীয় নির্বাচন কমিশন আগামী ২ নভেম্বর গুজরাত নির্বাচনের দিন ঠিক করবেন বলে অনুমান করা হচ্ছে। দুটি পর্যায়ে গুজরাতের বিধানসভা নির্বাচন হওয়ার প্রবল সম্ভাবনা হয়েছে। যদিও রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে গুজরাতে জোর কদমে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন।

অনুমান করা হচ্ছে আগামী ১ বা ২ তারিখে গুজরাতের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করতে পারে দেশের জাতীয় নির্বাচন কমিশন।

দুই দফায় গুজরাতের বিধানসভা নির্বাচনের প্রবল সম্ভাবনা। প্রথম পর্যায়ে ভোট ৩০ নভেম্বর বা ১ ডিসেম্বর হবে। দ্বিতীয় বা শেষ দফার ভোট ৪ বা ৫ ডিসেম্বর হবে বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে হিমাচল প্রদেশের নির্বাচনের দিন ঘোষণা করেছে। হিমাচলে এক দফায় নির্বাচন হবে। ১২ নভেম্বর হিমাচলে নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। ৮ ডিসেম্বর ভোট গণনা হবে। ২৫ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল। একই দিনে গুজরাতের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করার সম্ভাবনা ছিল। কিন্তু নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, নভেম্বর প্রবল ঠান্ডায় হিমাচল প্রদেশের নির্বাচনের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হচ্ছে। সেই কারণে গুজরাতের ভোটের নির্ঘণ্ট পরে প্রকাশ করা হবে। গুজরাত নির্বাচনে আম আদমি পার্টি ইতিমধ্যে তাদের সপ্তম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আপ ইতিমধ্যে ৮৬টি আসনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তবে এখনও গুজরাতে ক্ষমতাসীন বিজেপি ও বিধানসভায় প্রধান বিরোধী দল কংগ্রেস কোনও প্রার্থী..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *