Feature NewsfleshNewsভারত

গৃহস্থের জন্য ব্যবহার করা এলপিজি গ্যাসের উপর বসবে কিউআর কোড

ত্রিপুরা, ১৮ নভেম্বর : এবার এলপিজি গ্যাসেও বসবে কিউআর কোড। ১৪.২ কেজি গৃহস্থের এলপিজি সিলিন্ডারে একটি কিউআর কোড এম্বেড করে দেওয়া হবে। আর এটা করা হবে আগামী তিন মাসের মধ্যেই। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এই কথা বলেছেন বুধবার। তিনি বলেন লিউকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডারে শীঘ্রই কিউআর কোড বসানো হবে।

এটা গৃহস্থের জন্য যে গ্যাস ব্যবহার কর হয় তা কালোবাজারি হওয়ার সম্ভবনা থাকবে। যার ফলে কারও যখন দরকার হবে তা মিলবে।

মন্ত্রী একটি ভিডিও পোস্ট করেছেন টুইটারে এবং বলেছেন যে, ‘গ্যাস চাইলে গ্যাস পাচ্ছেন না। আর চিন্তা নেই। একটা বিশেষ ব্যবস্থা আমরা করছি। এবার থেজে কিউআর কোড বসানো হবে গৃহস্থের ব্যবহার করা সিলিন্ডারে। আর পুরনোতেও এগুলো বসানো হবে। এটা হলে অনেকগুলো বিষয় আছে তার সমস্যা সমাধান হবে। গ্যাস সিলিন্ডার চুরি রক্ষার পাশাপাশি, এটি ট্যাক করা এবং সহজেই খুঁজে পাওয়া যাবে। বিশ্ব এলপিজি সপ্তাহ ২০২২ হচ্ছে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *