Feature Newsfleshত্রিপুরাভারত

গোরু পাচারে সীমাহীন নৃশংসতা চোখবন্ধ রেখেছেন গোভক্তরা?

ত্রিপুরা, ২৩ নভেম্বর : গোরু পাচার মামলায় পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকায় বিজেপি দল। অথচ ত্রিপুরার ক্ষেত্রে এই বিষয়ে একেবারে উল্টো পথে তারা। এই রাজ্যে পণ্যবাহী গাড়িতে নৃশংসভাবে গো- মাতার বেআইনি পরিবহণ এবং বাংলাদেশে পাচার একেবারেই প্রকাশ্যে হয়ে চলেছে। এ নৃশংসতা দেখেও নীরব গোপ্রেমীরা। যারা আবার সাংগঠনিক প্রচারে পশ্চিমবঙ্গে গিয়ে সেই রাজ্যের শাসকদলীয় নেতাদের গোরু পাচারে যুক্ত থাকার অভিযোগ করে বক্তৃতা করেন।

একই ভাবে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সিবিআই, ইডি গোরু পাচার বাণিজ্য কেন্দ্রিক গুরুতর অপরাধ এবং অর্থনৈতিক অপরাধের মামলা নিয়ে অত্যধিক সক্রিয় হলেও একই অপরাধে ত্রিপুরার ক্ষেত্রে চুপচাপ।

অথচ পশ্চিমবঙ্গে যদি এই গোরু পাচারের মত অপরাধ বাণিজ্য ২০১২ থেকে ব্যাপক ভাবে শুরু হয়ে থাকে ত্রিপুরায়। এই গোরু পাচার বাণিজ্যের রমরমা ২০০৮ বা তারও আগে থেকে। একইভাবে আসামের বিজেপি শাসিত রাজ্যেও গোরু পাচার বাণিজ্যের সিন্ডিকেট অনেক বড় ও পুরানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *