ঘরে ঘরে চলেছে খাদ্য সামগ্রী মজুতের পালা
ত্রিপুরা, ২২ ফেব্রুয়ারী : অজানা আশঙ্কায় কাঁপছে গোটা রাজ্য । ভোট গননা নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। কী হয় এবারের ফলাফল। পরিবর্তন না প্রত্যাবর্তন। বুঝতে পারছেন না সাধারণ মানুষ। শাসক শিবির দলীয় কর্মীদের উৎসাহ জোগালেও কর্মীদের মনোবল ২০১৮ সালের মত শক্তপোক্ত নয় । অস্বীকার করার উপায় নেই টিকিট কেটে সব দলের কুকর্মের নায়করাই এখন বর্হিরাজ্যমুখী আবার কেউ কেউ দুই তারিখের টিকিট কেটে রেখেছে। বুঝতে পারছেন না কী হয় ফলাফল। দলের নেতারা কর্মীদের উজ্জীবিত রাখার ভোকাল টনিক নিয়মিত সাপ্লাই করলেও, তারা নিজেরাই আছেন উদ্বেগে। ভোট গননার পর যে দলই ক্ষমতায় আসুক না কেন হামলা হুজ্জুতি যে হবেই, তা নিয়ে মোটামুটি নিঃসন্দেহ সবাই। অনেকেরই ধারণা, নেমে আসতে পারে শ্বশানের স্তব্ধতা। হয়তো ঘর থেকেও বের হওয়াই কঠিন হতে পারে। ভোট গননার পর অন্তত এক দুই সপ্তাহ ঘরেই কাটিয়ে দিতে চান শান্তিপ্রিয় মানুষ। তাই তারা প্রয়োজনীয় সামগ্রী মজুত করতে শুরু করেছেন। টিকটিকি ডাকলেও যাদের বুক ধড়ফড় করে ওঠে, সেই সব..