চন্দ্রগ্রহণ ৮ই নভেম্বর
ত্রিপুরা, ৩ নভেম্বর : আগামী ৮ নভেম্বর চন্দ্রগ্রহণ হতে চলেছে। যা চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ। ভারতের কোন কোন জায়গা থেকে তো প্রায় দু’ঘণ্টা চন্দ্রগ্রহণ দেখা যাবে। ভারতের কোন শহরে কখন এবং কতক্ষন চন্দ্রগ্রহণ পরিলক্ষিত হবে তাহা নীচে দেওয়া হলঃ
আগরতলা: বিকেল ৪ টে ৩৮ মিনিট (১ ঘণ্টা মিনিট দেখা যাবে)।
আইজল: বিকেল ৪টে ৩২ মিনিট (১ ঘণ্টা ৪৭ মিনিট দেখা যাবে)।ঙ্গালুরু: বিকেল ৫ টা ৫০ মিনিট (২৯ মিনিট দেখা যাবে)।ভুবনেশ্বর বিকেল ৫ টা ৬ মিনিট (১ ঘণ্টা ১৩ মিনিট দেখা যাবে)।চেন্নাই : বিকেল ৫ টা ৩৯ মিনিট ( ৪০ মিনিট)। কোচবিহার: বিকেল ৪ টে ৪২ মিনিট (১ ঘণ্টা ৩৭ মিনিট মিনিট দেখা যাবে)। কটক: বিকেল ৫ টা ৫ মিনিট (১ ঘণ্টা ১৪ মিনিট দেখাযাবে)। দার্জিলিং : বিকেল ৪ টে ৪৬ মিনিট (১ ঘণ্টা ৩৩ মিনিট দেখা যাবে)। দিল্লি: বিকেল ৫ টা ২৯ মিনিট (৫০ মিনিট দেখা যাবে)। ডিব্ৰুগড় : বিকেল ৪ টে ১৭ মিনিট ( ২ ঘণ্টা ২ মিনিট দেখা যাবে)।