চব্বিশে মোদি ফিরলে তিপ্রাল্যান্ড ? লোকসভা আসন বেড়ে হবে চার
ত্রিপুরা, ২ জুন : নরেন্দ্র মোদি’র বিজেপি একক শক্তিতে বা কোয়ালিশন করে ক্ষমতায় ফিরলে দেশে থাকা বর্তমান ২৯টি রাজ্য ভেঙে আরও বেশ কিছু নতুন রাজ্য হবে। সারা দেশে ২৯টি রাজ্যের পাশে নতুন জনবিন্যাসের ভিত্তিতে লোকসভার আসন সংখ্যা আরও ২০০ থেকে ২৫০ বাড়াতে পারে বলে মনে করে পর্যবেক্ষক মহল। আর এস এস-বিজেপি সব সময়ই ছোট ছোট রাজ্যের পক্ষে। তাই উত্তরপ্রদেশকে পশ্চিম উত্তরপ্রদেশ ও পূর্ব উত্তরপ্রদেশ আরও দুটি রাজ্যের দাবিতে সহমর্মিতা রয়েছে আর এস এসের। মহারাষ্ট্র ভেঙে বিদর্ভ, গুজরাট ভেঙে সৌরাষ্ট্র, পশ্চিমবঙ্গ ভেঙ্গে উত্তরবঙ্গ, বিহার ভেঙে মিথিলা রাজ্য তৈরির পক্ষেই আর এস এস-বিজেপি। তাহলে কি আসামে বরাক উপত্যকা, ত্রিপুরায় উপজাতিদের তিপরা ল্যান্ডের দাবিও মানা হবে? এ নিয়ে এখনি বিবৃতি দিতে রাজি নন..