Feature Newsfleshত্রিপুরাভারত

চলতি বছরে সীমান্তে দ্বিগুন হারে বেড়েছে ড্রোনের আনাগোনা

ত্রিপুরা, ১৪ নভেম্বর : ড্রোনের মাধ্যমে ড্রাগ থেকে শুরু করে অস্ত্র পাচার ক্রমে বাড়ছে। ২০২২ সালে তা বড় আকার ধারণ করেছে বলে জানা যাচ্ছে। তা বাড়ছে পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর সীমানার মাধ্যমে।

সূত্রের খবর বলছে ড্রোনের মাধ্যমে এইসব কার্যকলাপের পরিমাণ চলতি বছরে দ্বিগুণ হয়ে গিয়েছে।

সঠিক প্রমান বিএসএফ এই বিষয় নিয়ে আরও সঠিক প্রমাণ পেতে তৎপর। তাই স্টেট অফ দ্য আর্ট ল্যাবরেটরি তৈরী করা হয়েছে দিল্লিতে। ডিরেক্টর জেনারেল পঙ্কজ কুমার সিং এমনটাই জানিয়েছেন। কী বলছেন বিএসএফ প্রধান? বিএসএফ প্রধান বলেছেন এর ফল ভালো রকম মিলছে। সীমান্তে বেআইনি কাজকর্মে যারা যুক্ত তাদের নিরাপত্তা সংস্থা সহজেই ধরতে পারছে। কোন পথে এই কাজ হচ্ছে ড্রোন উড়িয়ে সেটা আমরা পাচ্ছি। এই সমস্যা বহুদিনের বিএসএফ এই সমস্যা নিয়ে বহুদিন ধরে চাপে রয়েছে। বিএসএফ বলছে বিভিন্ন ধরণের ড্রোন উড়ে আসছে এর কোনও সঠিক চিহ্ন নেই। ফলে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *