চলন্ত অবস্থায় মহাবোধী এক্সপ্রেসের ইঞ্জিন থেকে আলাদা হয়ে গেল বগি !
ত্রিপুরা, ৫ ডিসেম্বর : চলন্ত অবস্থাতেই ইঞ্জিন থেকে আলাদা হয়ে গেল বগি। সেই অবস্থাতেই কিছুটা ছুটল ইঞ্জিন। গার্ড সতর্ক করতেই তৎক্ষণাৎ ইঞ্জিন থামিয়ে দেন চালক। শনিবার মহাবোধী এক্সপ্রেসের ঘটনা। ফলে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। গয়া থেকে নয়াদিল্লি যাচ্ছিল মহাবোধী এক্সপ্রেস। রোহতাস জেলার গয়া দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে ব্লকে সাসারাম এবং কারাবান্দিয়া স্টেশনে মাঝে এই দুর্ঘটনার মুখে পড়ে যাত্রিবোঝাই ট্রেনটি।
রেলের এক আধিকারিকের দাবি, স্বাভাবিক গতিতেই যাচ্ছিল ট্রেনটি।
সাসারাম এবং কার বান্দিয়া স্টেশনের মাঝে আচমকাই ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায় বগি।ওই অবস্থাতেই ইঞ্জিনটি কিছু দূর এগিয়ে যায়। ইঞ্জিন ছাড়াই ট্রেনের কামরাগুলি গড়াতে থাকে। ট্রেনের গতি কমে যাওয়ায় নজরে আসে গার্ডের। তৎক্ষণাৎ তিনি চালকের সঙ্গে যোগোযাগ করেন। তার পরই ইঞ্জিনটি থামান চালক। যাত্রী আহত হননি বলে রেল সূত্রে দাবি করা হয়েছে। প্রায় ৪২ মিনিট ট্রেনটি দাঁড়িয়ে থাকার পর আবার রওনা দেয়। ঘটনাস্থলে যান রেলের ইঞ্জিনিয়াররা। কেন এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখেন। রেল সূত্রে জানানো হয়েছে, কার এই ঘটনায় যাত্রীদের..