চাকরির দাবীতে ফের উপমুখ্যমন্ত্রীর বাড়িতে ধরনা দিল এসটিজিটি উত্তীর্ণ বেকাররা
ত্রিপুরা, ২১ ডিসেম্বর : মঙ্গলবার এক সঙ্গে নিয়োগের দাবি নিয়ে শিক্ষা মন্ত্রীর পর অর্থ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এস টি জি টি উত্তীর্ণরা৷ অর্থ মন্ত্রীর সঙ্গে আলোচনায় সন্তোষ ব্যক্ত করেন এস টি জি টি উত্তীর্ণরা৷ চাকুরী ক্ষেত্রে সংরক্ষণ নীতি সঠিক রেখে আসন বৃদ্ধি করে নিয়োগ করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত৷ এই সংবাদ পাওয়ার পর মঙ্গলবার এস টি জি টি উত্তীর্ণরা শিক্ষা মন্ত্রীর বাসভবনে যান তাদের এক সঙ্গে নিয়োগ করার দাবি নিয়ে৷ তাদের বক্তব্য ছিল মামলা চলায় এই নিয়োগ পক্রিয়া বন্ধ ছিল৷ এখন সেই মামলার নিস্পত্তি ঘটেছে৷ আর তাই শিক্ষা মন্ত্রীর কাছ থেকে এখন সদুত্তর মিলবে বলে আশা ব্যক্ত করেন তারা৷ তাদের বক্তব্য শিক্ষা মন্ত্রী তাদের নিয়োগের ক্ষেত্রে কোন সদুত্তর দেয়নি৷ উল্টে অর্থ দপ্তরের উপর সিদ্ধান্ত ছেড়েছেন৷ শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রীর সঙ্গে কথা বলে হতাশ হয়ে অর্থমন্ত্রীর কাছে যান তারা৷ সেখানে গিয়ে এক প্রতিনিধি দল অর্থ মন্ত্রীর সঙ্গে কথা বলেন৷ বেশ খানিকক্ষন তাদের সঙ্গে কথা বলেন অর্থ মন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ পরে তিনি জানান তাদের মনে কষ্ট রয়েছে৷ তাদের বক্তব্য শুনতে হবে৷ এই বিষয়ে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন৷ অন্যদিকে অর্থ মন্ত্রীর সঙ্গে আলোচনায় সন্তোষ ব্যক্ত করেন এস টি জি টি উত্তীর্ণরা৷