Feature Newsfleshএই মুহূর্তেত্রিপুরা

চাকরির দাবী জানালেন বেকার ফার্মাসিস্টরা

ত্রিপুরা, ১৭ অক্টোবর : ২০২১ সালের ১০ ডিসেম্বর ও ২০২২ সালের ৩ আগস্ট মন্ত্রিসভা অনুমোদন দেয় স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্ট নিয়োগের। মন্ত্রিসভা অনুমোদন দিলেও দপ্তর থেকে ফার্মাসিস্ট নিয়োগের কোন উদ্যোগ এখনো গ্রহণ করা হয়নি। অতিদ্রুত যেন শূন্য আসল গুলিতে ফার্মাসিস্ট নিয়োগ করে বেকার ফার্মাসিস্টদের নিয়োগের উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে আনএমপ্লয়েড ফার্মাস্টিস অফ ত্রিপুরা।

রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানান তারা।

এই দাবি নিয়ে স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করেও কোন সদুত্তর মেলেনি। জারি করা হয়নি কোন বিজ্ঞপ্তি। স্বাস্থ্য সচিবের সঙ্গেও সাক্ষাৎ করেও সুরাহা হয়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সময় মিলেনি। হাসপাতালগুলিতে ফার্মাসিস্টদের থাকা আবশ্যক। অথচ পাঁচ বছর যাবত কোন ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে। বর্তমানে রাজ্যে সাড়ে চার হাজার ফার্মাসিস্ট বেকার হয়ে বসে রয়েছে। ৭২৯ টি শূণ্য আসন রয়েছে। মন্ত্রিসভা ৪০০ জনের অনুমোদন দেয়। পরে তা কমিয়ে ২০০ জন করে। কিন্তু সেই মোতাবেকও কোন নিয়োগ করা হয়নি। সরকার পদক্ষেপ না নিলে কোন ধরনের সহযোগিতা আগামী দিনে করা হবে না বলে জানান আনএমপ্লয়েড ফার্মাস্টিস অফ ত্রিপুরার পক্ষে অতনু মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *