চার বছরে স্নাতক প্রস্তাব ইউ জি সি’র
ত্রিপুরা, ১১ ডিসেম্বর : চিরাচরিতভাবে তিন বছরের বদলে চার বছর পড়াশোনার পর স্নাতকস্তরে সাম্মানিক ডিগ্রি লাভ করতে পারবেন পড়ুয়ারা। স্নাতকস্তরের শিক্ষায় এমনই বদল আনতে চায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই সংক্রান্ত নতুন নিয়মের খসড়াও তৈরি করেছে তারা। ইউজিসি জানিয়েছে, কারিক্যুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর ফোর-ইয়ার আন্ডারগ্র্যাজুয়েট নামে ওই খসড়া প্রস্তাবটি জাতীয় শিক্ষা নীতির সঙ্গে সাযুজ্য রেখে তৈরি করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশিকা সোমবার প্রকাশ করা হতে পারে বলে সূত্রে খবর।