Feature NewsNewsকরোনাভারত

চিন্তা বাড়াচ্ছে করোনা ! সক্রিয় রোগী বৃদ্ধি পেয়ে ২,২২৯, ভারতে ২৪ ঘন্টায় সংক্রমিত ১৮৪ জন

ত্রিপুরা, ২৮ ফেব্রুয়ারী : বিগত কয়েকদিন ধরে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। সেই ধারা অব্যাহত থাকল বিগত ২৪ ঘন্টাতেও। রবিবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৮৪ জন। এই সময়ে নতুন করে কারও মৃত্যু হয়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৪ জন। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ২,২২৯-এ পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০০ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৫৩, ২০৩ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮০ শতাংশ। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ০১ হাজার ২৩১ জন প্রাপক, মোট টিকা প্রাপকের সংখ্যা ২২০,৬৩,৮১,৯১৩। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি সারা দিনে ভারতে ৪, ২৬৪ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

 
সম্পূর্ণ খবর পড়তে আমাদের নিউজ অ্যাপ ডাউনলোড করুন
 
Website : https://tripuranewsofficial.com/
 
Download App : https://play.google.com/store/apps/details?id=com.insyssky.app.tripuranewsofficial

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *