Feature Newsfleshবিশ্বভারত

চীন থেকে বিশ্বের বৃহত্তম আইফোন প্রোডাকশন ইউনিট সরে আসতে পারে ভারতে, বড় পদক্ষেপ অ্যাপেলের

ত্রিপুরা, ৬ ডিসেম্বর : এখনও চিনে করোনার প্রভাব পুরোদমে বজায় রয়েছে। এদিকে, করোনা নিয়ন্ত্রণের নামে কঠোর লকডাউন সহ চিনা সরকারের বিভিন্ন নীতিতে রীতিমতো বিপর্যস্ত প্রস্তুতকারী সংস্থা এখন বড়সড় সিদ্ধান্ত নেওয়ার পথে অগ্রসর হচ্ছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আইফোন-এর বিশ্বের বৃহত্তম কারখানাটি চিনেই অবস্থিত।

এদিকে, সেখানেই সম্প্রতি কর্মীরা লকডাউনের বিরুদ্ধে হিংসাত্মক প্রতিবাদ প্রদর্শন করেছে। এমতাবস্থায়, জানা গিয়েছে যে, তার চিনে স্থিত এই প্রোডাকশন ইউনিটকে এবার চিনের বাইরে ভারত ও ভিয়েতনামের মত এশিয়ার দেশগুলিতে নিয়ে যেতে চায়। এর পাশাপাশি, তাইওয়ানের ইলেকট্রনিক্স কোম্পানি ফক্সকনের ওপর নির্ভরতা কমাতে চায় কোম্পানিটি। এদিকে, অ্যাপেলের স্থান পরিবর্তনের পরিপ্রেক্ষিতে, তাইওয়ানের কোম্পানি ফক্সকনও এখন চিনের বাইরে স্থানান্তরিত হওয়ার কথা ভাবছে। মূলত, চিনে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *