চূড়ান্ত অর্থের অপব্যবহার হলেও উন্নতি হয়নি রাজধানীর
ত্রিপুরা, ৬ নভেম্বর : আগরতলা শহরের জনগণের সমস্যা সমাধানের জন্য ও মৌলিক চাহিদা পূরণের জন্য কেন্দ্রীয় সরকার পূর্বতন বাম সরকারকে টাকা দিলেও রাজনৈতিক সদিচ্ছার অভাবে তারা সে কাজ করেনি। বরং সেই টাকা নয়ছয় করা হয়েছে।
অপ্রয়োজনে অকাজে খরচ করা হয়েছে টাকা।
কিন্তু এখন আর এমনটা হবে না। ২০১৮ সালে মানুষ নতুন সরকার প্রতিষ্ঠা করার পর, মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়েই বর্তমান সরকার উন্নয়নমূলক কাজকর্ম করে যাচ্ছে। একই দিশায় চলছে আগরতলা পুর নিগম। তবে সব ধরনের উন্নয়নের কাজে নাগরিকদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। না হলে উন্নয়নের গতি ত্বরান্বিত হবে না।