চোর ধরতে পুলিশকে সাহায্য করায় হুমকির মুখে গ্রামবাসী
ত্রিপুরা , ২৫ সেপ্টেম্বর : কুখ্যাত চোরকে আটক করতে পুলিশকে সহযোগিতা করায় চোরের হুমকির মুখে গ্রামবাসী।নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামের সাধারণ জনগণ।
অভিযোগ গ্রামবাসীরা চোর ধরে পুলিশের হাতে সমঝে দিলেও পুলিশের দূর্বল সিডিকল কিংবা চার্জশিটের কারণে খুব সহজেই ছাড়া পেয়ে যাচ্ছে চোর চক্র।
এমনও নজিরবিহীন ঘটনা ঘটছে ত্রিপুরা রাজ্যে। উল্লেখ্য প্রায় এক সপ্তাহ পূর্বে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন চুরাইবাড়ি থানা এলাকার উত্তর ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতর পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা রহিম আলী ওরফে কালাই নামের এক দাগি চোরকে আটক করে পুলিশের হাতে সমঝে দিয়েছিলেন স্থানীয় জনগণ।অভিযোগ,পুলিশ ধৃত চোরকে আদালতে প্রেরণ করলেও তিন চার দিনের মধ্যেই সে ছাড়া পেয়ে যায়।চুরাইবাড়ি থানার পুলিশের দুর্বল চার্জশিটকেই দায়ী করছেন স্থানীয় এলাকার ভুক্তভোগী জনগণ।গ্রামবাসীদের আরো অভিযোগ, রহিম আলী ওরফে কালাই নামের ঐ কুখ্যাত চোর কোর্ট থেকে আগাম জামিন নিয়ে বেরিয়ে আসে। তারপর শুক্রবার সকাল থেকেই স্থানীয় এলাকায় তাণ্ডবলীলা শুরু করে। পুলিশকে সহযোগকারী দের প্রাণনাশের হুমকি দিচ্ছে অভিযুক্ত চোর বলে অভিযোগ।তাই নিরাপত্তার আবেদন সহ পুনরায় ঐ চোরচক্রের মাস্টারমাইন্ডকে আটক করে সঠিক…