ছ’দশকে সবচেয়ে বেশি বৃষ্টিভেজা দিল্লি
ত্রিপুরা, ১৪ অক্টোবর : এক সপ্তাহের বৃষ্টিতে ছ’দশকের ‘নজির’ ধুয়েমুছে সাফ ! রাজধানী দিল্লিতে অক্টোবরের প্রথম দশ দিনে ১২৮.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। যা অস্বাভাবিক রকমের বেশি বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের আধিকারিকেরা। তাঁরা জানিয়েছেন, প্রায় ছ’দশক পর রাজধানীতে এত বৃষ্টি হল মৌসম ভবনের পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে দিল্লিতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছিল সেই ১৯৫৪ সালে।
সে বছরের ওই মাসে ১৩৮.২ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছিল।
অন্য দিকে, ‘৫৬-র অক্টোবরে ২৩৬.২ মিলিমিটার সয়েছিলেন বৃষ্টির দাপট সয়েছিলেন দিল্লিবাসীরা। তার পর থেকে অক্টোবরে এত বৃষ্টি কখনও হয়নি। সপ্তাহখানেক ধরে বৃষ্টিতে নাজেহাল দিল্লির বাসিন্দারা।