Feature Newsfleshএই মুহূর্তেত্রিপুরা

জঙ্গল থেকে উদ্ধার দেশি বন্দুক

ত্রিপুরা, ২ নভেম্বর : রাজ্যের গ্রাম পাহাড়ে যে আজও আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে তারই প্রমাণ মিললো মঙ্গলবার। গোপন খবরের ভিত্তিতে জঙ্গলে তল্লাশি চালিয়ে মঙ্গলবার রাতে একটি দেশি বন্দুক উদ্ধার করেছে অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ। কোথা থেকে এলো এই দেশি বন্দুক। কি উদ্দেশ্যে কে ওই বা রেখে গেছে এই বন্দুক পুলিশও ঠিক বুঝে উঠতে পাড়ছেনা। এই দেশি বন্দুক উদ্ধারের খবর চারদিকে চাউর হতেই আতঙ্ক দেখা দিয়েছে জনমনে। ঘটনার বিবরণে পুলিশ জানিয়েছে মঙ্গলবার রাত ৮ টার পর বীরগঞ্জ থানায় একটি খবর আসে অমরপুর আর ডি ব্লকের অন্তর্গত বুড়বুরিয়া গামাকু রাস্তার মধ্যবর্তী স্থানে রাস্তার পাশে ঘন জঙ্গলে একটি দেশি বন্দুক পড়ে আছে।

খবর পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ বিশাল টিএসআর বাহিনী নিয়ে বুড়বুরিয়া গ্রামের ওই গভীর জঙ্গলে ছুটে যায়।

দলবল নিয়ে তল্লাশি চালিয়ে জঙ্গল থেকে চার ফুট দুই ইঞ্চির ওই দেশি বন্দুকটি উদ্ধার করতে সমর্থ হয়। পরে পুলিশ বন্দুকটি বীরগঞ্জ থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে জঙ্গল থেকে শুধু বন্দুকটি পাওয়া গেছে। আশেপাশে তল্লাশি চালিয়েও আর কিছু মেলেনি। যে জায়গায় বন্দুকটি উদ্ধার হয়েছে তার আশেপাশে কোনো বাড়িঘর নেই। তবে এই ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *