জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ নাবালকের দেহ
ত্রিপুরা, ১৪ নভেম্বর : খেলার মাঠ থেকে নিখোঁজ হওয়ার দুদিনের মাথায় রবিবার বাড়ির পাশের জঙ্গল থেকে নাবালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে খাওরাবিল গ্রামের ৪নং ওয়ার্ড এলাকায়। ঘটনাস্থলে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক সহ ইরানি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে মৃত নাবালকের ২ নাবালক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য ইরানি থানায় নিয়ে গেছে।
কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ সাংবাদিকদের জানান যে, গত এগারো নভেম্বর শুক্রবার বিকেলে কাজল নমঃ নিজ বাড়ির পাশের মাঠে বন্ধুদের সাথে খেলার জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে যায়নি। পরিবারের পক্ষ থেকে ইরানি থানায় লিখিতভাবে জানানোর পর ইরানি থানার পুলিশ তদন্তে নেমে গ্রামের ছেলেদের অর্থাৎ কাজলের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে। কিন্তু পুলিশ কোন সাফল্য পায়নি। অন্যদিকে গ্রামের সাধারণ মানুষেরা গত শুক্রবার বিকেলে কাজলের সাথে গ্রামের দুই বন্ধুকে আড্ডা দিতে দেখেছিলো। গ্রামবাসীরা রোববার দুপুরে কাজলের দুই বন্ধুকে ডেকে এনে তাদের ভয় দেখায় এবং জিজ্ঞাসাবাদ শুরু করার পর অবশেষে সাফল্য আসে। দুই নাবালক মৃতদেহ উদ্ধার না করে দিলেও মৃতদেহ যে জঙ্গলে রয়েছে সেই জঙ্গলে নিয়ে যায়, সেখানে গিয়ে মৃতদেহ দেখে দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে পড়ে। গ্রামবাসীরা জঙ্গলে ঢুকে দেখে মৃতদেহটি গাছের পাতা দিয়ে ঢাকা রয়েছে।