জনআরোগ্য যোজনার ৪র্থ বর্ষপূর্তি
ত্রিপুরা , ২৪ সেপ্টেম্বর : জনআরোগ্য যোজনার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের উদ্যোগে এক ওয়ালকাথন এর আয়োজন করা হয় শুক্রবার। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এই র্যালির সূচনা করেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব দেবাশিস বসু সহ অন্যান্যরা।
২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর ভারত সরকার দেশব্যাপী আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনার সূচনা করেছিলেন।
আর্থিকভাবে দুর্বল শ্রেণির মানুষের কল্যাণার্থে এই প্রকল্পের সূচনা হয়। এই প্রকল্পে রাজ্যের সুবিধা লাভের উপযুক্ত পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য পরিবারপিছু বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহায়তা উপলব্ধ। রাজ্যের প্রায় ১৪ লক্ষ সুবিধাভোগী প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনায় অন্তর্ভুক্ত। এক লক্ষ ৩,৯৩১ জন সুবিধাভোগী এই প্রকল্পে চিকিৎসিত হয়েছেন। এর মধ্যে মোট ৪৮৭ জন বহির্রাজ্যে বিভিন্ন হাসপাতাল থেকে পরিষেবা পেয়েছেন। এই কর্মসূচিতে রাজ্যের ১২৬টি সরকারি হাসপাতাল এবং ও ৩টি বেসরকারি হাসপাতালকে তালিকাভুক্ত করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যব্যাপী সচেতনতামূলক কর্মসূচি চলবে বলে জানান মেয়র দীপক মজুমদার। যারা এখনো এই প্রকল্পের সুবিধা গ্রহণ করেননি তাদের এই সুবিধা গ্রহণের আহ্বান জানান তিনি।