জনতাই ইশ্বর মন কি বাত অনুষ্ঠানে বার্তা প্রধানমন্ত্রীর
ত্রিপুরা, ১ মে : মন কি বাতের শততম পর্ব। ২০১৪ সালে ৩ অক্টোবর থেকে শুরু হওয়া মন কি বাত অনুষ্ঠান আজ একশো পর্ব পূর্ণ করল। তার জন্য বিশেষ আয়োজন করা হয়েছিল। শততম পর্বে একাধিক ইস্যুতে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। একাধিকবার আবেগতাড়িতও হয়ে পড়েন তিনি। মন কি বাতের শততম পর্বের জন্য গোটা দেশে বিশেষ আয়োজন করা হয়েছিল। রাষ্ট্রপুঞ্জের সদর দফতরেও মন কি বাত অনুষ্ঠানের শততম পর্ব সম্প্রচার করা হয়। প্রধানমন্ত্রী মোদী শততম পর্বের বার্তা দিতে গিয়ে একাধিকবার আবেগ তাড়িত হয়ে পড়েছিলেন। এদিন মন কি বাত অনুষ্ঠানের শততম বর্ষ উপলক্ষে এলাহি আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। সব রাজ্যে রাজভবনে এবং বিজেপির শাসিত সব রাজ্যে মুখ্যমন্ত্রীরা মন কি বাত অনুষ্ঠানে সামিল হয়েছিলেন। দিল্লিতে বিজেপির সদর দফতরে মন কি বাত অনুষ্ঠানের শততম পর্ব শোনার জন্য উপস্থিত ছিলেন জে পি নাড্ডা, অমিত শাহ। এদিন মন কি বাত অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দিকে অনুষ্ঠানগুলির কথা স্মরণ করেন। তিনি বলেন..