জলবায়ু পরিবর্তনের বড়সড় প্রভাব ভারতে!
ত্রিপুরা, ২৪ নভেম্বর : বন্যা এবং তাপপ্রবাহের মতো ঘটনা দেশে বৃদ্ধি পেয়েছে। বেড়েছে ভূমিকম্প এবং বনে দাবানলের মতো ঘটনাও । এই ঘটনা ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে চলেছে। জলবায়ু পরিবর্তনের ফলে এই পরিস্থিতি। আই আই টি গান্ধীনগরের গবেষকদের গবেষণায় এই তথ্যই উঠে এসেছে। আই আই টি’র সমীক্ষায় ১৯৫১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ভারতের বিভিন্ন জায়গায় অস্বাভাবিক আবহাওয়া ঘটনাগুলি নিয়ে সমীক্ষা করা হয়।
সমীক্ষায় গ্রীষ্মের সময়ের লু এবং গ্রীষ্মের পরবর্তী সময় প্রবল বৃষ্টিপাতের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
গবেষকরা বলেছেন এই আবহাওয়ার প্রভাব পড়েছে দেশের কৃষি উৎপাদনে। এছাড়াও তা জনস্বাস্থ্য এবং পরিকাঠামোর ওপরে ব্যাপক প্রভাব ফেলেছে। আই আই টি গান্ধীনগরের এই গবেষণাটি ওয়ান আর্থ জার্নালে প্রকাশিত হয়েছে। যেসব রাজ্য ঝুঁকির মধ্যে রয়েছে, সেগুলি হল উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং কর্ণাটক । গান্ধীনগর আই আই টি’র সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্থ সায়েন্স বিভাগের অধ্যাপক বিমল মিশ্র বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পরপর চরম আবহাওয়ার পরিবর্তন ভবিষ্যতে বহুগুণ বৃদ্ধি পাবে বলেই মনে করছেন তাঁরা।