Feature Newsfleshবিশ্বভারত

জলের দামে যেসব দেশে পাওয়া যায় জ্বালানি তেল

ত্রিপুরা, ২৩ নভেম্বর : বৈশ্বিক অস্থিরতার কারণে সম্প্রতি বাংলাদেশের বাজারেও বেড়েছে জ্বালানির তেলের দাম। বর্তমানে দেশের বাজারে ডিজেল বিক্রি হচ্ছে লিটার প্রতি ১০৯ টাকা দরে। আর অকটেন ও পেট্রল বিক্রি হচ্ছে যথাক্রমে ১৩০ টাকা ও ১২৫ টাকা লিটার। জ্বালানি তেলের এই দাম দেশের জনগণের জন্য অনেকটাই বেশি।

বাংলাদেশ আমদানি নির্ভর হওয়ায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি তেলের বাজারের এই দশা।

কিন্তু সব দেশেই কি একই চিত্র? না তা নয়, বিশ্বে বেশ কয়েকটি দেশ। দাম রয়েছে যেখানে জ্বালানি তেলের দাম জলের চেয়েও সস্তা। তাহলে দেখে নেওয়া যাক, বিশ্বের কোথায় কোথায় সস্তায় জ্বালানি তেল পাওয়া যায়- আপাতত কয়েকটি দেশের নাম উল্লেখ করা হচ্ছে, যেখানে জ্বালানি তেল বা গ্যাসোলিনের গড় দাম লিটার প্রতি ২ টাকা থেকে ৫ টাকার আশেপাশে। আবার কিছু এই জ্বালানি তেলের দাম ৪০ টাকার আশেপাশে। আমেরিকার ভেনেজুয়েলায় ক্রুড অয়েলের বিপুল..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *