জল জীবন মিশনে চার লক্ষাধিক সংযোগ
ত্রিপুরা, ৮ অক্টোবর : জল জীবন মিশনে গত ২৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের গ্রামীণ এলাকায় ৪ লক্ষ ১ হাজার ৬৭৯ টি বাড়িতে পাইপ লাইনে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে।
এই মিশনে রাজ্যের গ্রামীণ এলাকায় ১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ৪,৬০১টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে।
উত্তর ত্রিপুরা জেলায় ২৫৭টি, পশ্চিম ত্রিপুরা জেলায় ৭৫৭টি, ঊনকোটি জেলায় ৬০০টি, সিপাহীজলা জেলায় ১০২৭টি, ধলাই জেলায় ৪০০টি, গোমতী জেলায় ৮৬৩টি, খোয়াই জেলায় ৫২৭টি, দক্ষিণ ত্রিপুরা জেলায় ১৬১টি বাড়িতে সংযোগ দেয়া হয়েছে। পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের নোডাল অফিসার এই সংবাদ জানান।