জাতীয় লোক আদালত বসছে ১২ নভেম্বর
ত্রিপুরা, ১০ নভেম্বর : জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে ১২ নভেম্বর। শুরু হবে সকাল ১০টা থেকে। ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে লোক আদালত বসবে। মোট ৫৪ টি বেঞ্চে ৬,৫৫৭টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। জাতীয় লোক আদালতে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪,২২৯ টি মামলা ছাড়াও মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ২০২ টি, জমি অধিগ্রহণ সংক্রান্ত ৪ টি মামলা, দূরসঞ্চার নিগমের আনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ১,০০০টি মামলা, আপসযোগ্য ফৌজদারি বিরোধের ৮৫৯ টি মামলা, বৈবাহিক বিরোধের ৯৮ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ৯১ টি মামলা এবং অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৫১ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে।
এর মধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে।
এই বেঞ্চে ২৭ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। লোক আদালতের সবচেয়ে বেশি ১২ টি বেঞ্চ বসবে আগরতলা আদালত চত্বরে। ইতিমধ্যে মামলার পক্ষ বিপক্ষ, উভয়পক্ষকে নোটিশ দেয়া হয়েছে।