জানুয়ারির প্রথম সপ্তাহে ঘোষনা হতে পারে নির্বাচনী নির্ঘন্ট
ত্রিপুরা, ১৫ ডিসেম্বর : সামনেই নির্বাচন। ইতিমধ্যে পুলিশ প্রশাসন যেমন সক্রিয় হয়ে থানা এলাকা গুলোতে ফ্ল্যাগ মার্চ করছে, তেমনি রাজনৈতিক দলগুলো ভোট প্রস্তুতি কমিটি গঠন করে নিচ্ছে।রাজ্য পুলিশ সূত্রে খবর, বিধানসভা নির্বাচন নিয়ে প্রশাসনিক মহলেও তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারির প্রথমেই দেশের নির্বাচন কমিশন রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করতে পারে বলে আভাস রয়েছে।
জানুয়ারির আট দশ তারিখেই তেইশের বিধানসভা নির্বাচনের নির্বাচন ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
ইতিমধ্যে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সহ টিএসআর এবং সিআরপিএফ নিয়ে ফ্ল্যাগ মার্চ শুরু করেছে। আগামী বিধানসভা নির্বাচনে কতো সংখ্যক নিরাপত্তা বাহিনী লাগবে তা নিয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। আঠারোর বিধানসভা নির্বাচনের চেয়ে তেইশের বিধানসভা নির্বাচনে আরো বেশি সংখ্যক নিরাপত্তা বাহিনী আনতে হবে।সেই বিষয়টিও অবগত করা হয়েছে সংশ্লিষ্ট দপ্তর ও কমিশনকে।