জিএসটি ক্ষতিপূরণ বাড়ানোর দাবি ফের
ত্রিপুরা, ২৭ নভেম্বর : জিএসটির ক্ষতিপুরণ ব্যবস্থা আরও দু’বছর বাড়ানোর দাবি আবার উঠল। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী বাজেটের প্রস্তুতি নিয়ে রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই বকেয়া ক্ষতিপুরণ মেটানোর দাবি ওঠে।
সঙ্গে ওঠে জিএসটি ক্ষতিপুরণ ব্যবস্থা দুবছর বাড়ানোর দাবিও।
একই সঙ্গে কেন্দ্রীয় করের সঙ্গে সে সারচার্জ মিশিয়ে দেওয়ার দাবিও তোলেন অর্থমন্ত্রীরা। অভিযোগ, কেন্দ্র পেট্রল-ডিজেলে সেস বাবদ রাজ্যগুলির সঙ্গে ভাগ করা হয় না। সেস সারজার্জ করের হারের সঙ্গেই মিশিয়ে দেওয়া হোক। সীতারামনের সামনে বকেয়া ক্ষতিপুরণ মেটানোর দাবি তোলার পরেই আজ অর্থ মন্ত্রক এপ্রিল-জুনের বকেয়া ক্ষতিপুরণ বাবদ ১৭ হাজার কোটি টাকা..