Feature Newsfleshঅন্যান্যভারত

জিএসটি সংগ্ৰহ বাড়লো

ত্রিপুরা, ২ অক্টোবর : জিএসটি সংগ্রহ লাগাতর ৭ মাস ধরে ১.80 লক্ষ কোটি টাকারও বেশি রয়েছে এবং সেপ্টেম্বর মাসে জিএসটি সংগ্রহ হয়েছে ১.৪৭ লক্ষ কোটি টাকা। গত বছরের তুলনায় চলতি বছর জিএসটি সংগ্রহের ক্ষেত্রে ২৬ শতাংশ বৃদ্ধি হয়েছে। এতে কর সংগ্রহের ক্ষেত্রে সাফল্য এবং জিএসটি পোর্টালের স্থিতিশীলতা প্রমাণিত হয় বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। উৎসবের মরশুম শুরু হয়ে যাওয়ায় আগামী মাসগুলোতে জিএসটি সংগ্রহ আরও বাড়বে বলে আশা প্রকাশ করছেন বিশেষজ্ঞগণ।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে মোট রাজস্ব সংগ্রহ হয়েছে ১,৪৭,৬৮৬ কোটি টাকা।

এর মধ্যে কেন্দ্রীয় জিএসটি ২৫,২৭১ কোটি টাকা, রাজ্যের জিএসটি ৩১,৮১৩ কোটি টাকা, অন্তর্ভুক্ত জিএসটি ৮০,৪৬৪ কোটি টাকা যার মধ্যে আমদানির উপর আরোপিত শুল্ক রয়েছে ৪১,২১৫ কোটি টাকা এবং সেস সংগ্রহীত হয়েছে ১০,১৩৭ কোটি টাকা যার মধ্যে আমদানিকৃত পণ্যের উপর আরোপিত শুল্ক রয়েছে ৮৫৬ কোটি টাকা। এপ্রিল মাসে জিএসটি সংগ্রহ রেকর্ড ১.৬৭ লক্ষ কোটি টাকা স্পর্শ করেছিল এবং আগষ্ট মাসে জিএসটি সংগ্রহীত হয়েছিল ১.৪৩ লক্ষ কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বর মাসে সংগ্রহীত রাজস্বের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে ২৬ শতাংশ বেশি রাজস্ব সংগ্রহীত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *