Feature NewsfleshNewsত্রিপুরা

জিবিকে নতুন রূপে সাজিয়ে তোলার প্রক্রিয়া

ত্রিপুরা, ২০ মার্চ : জিবি হাসপাতালকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে। রোগীদের ঠিকঠাক চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য বেশ কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে দপ্তর। যদিও দপ্তরের কিছু কুচক্রীদের কারনে পরিষেবাকে লাটে তোলার চেষ্টা হচ্ছিল কয়েক মাস ধরে। আজকের ফরিয়াদ পত্রিকায় খবরটি প্রকাশিত হয়। জিবি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ, টুমা কেয়ার সেন্টারকে পঙ্গু করে দিয়ে ভোটের আগে থেকেই ধারাবাহিকভাবে বদলি শুরু হয়েছিল। গত কয়েকমাসে প্রায় পনেরো থেকে কুড়ি জনকে বদলি করা হয়। কিন্তু বিকল্প কোন ব্যাবস্থা করা হয় নি। ফলে রেফারেল হাসপাতালে পরিষেবা লাটে উঠার উপক্রম হয়। যাক, পত্রিকার খবরে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। কুচক্রীদের খুঁজে বের করার যেমন চেষ্টা হচ্ছে তেমনি কিভাবে বিকল্প কিছু করা যায়, তারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে জিবি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ ও ট্রমা সেন্টারে চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য এজিএমসির ফেকাল্টি, সহকারি অধ্যাপক, শিক্ষানবিশ চিকিৎসক, সিনিয়র রেসিডেন্টদের কাজে লাগানো হবে। তারাই চব্বিশ ঘণ্টা চিকিৎসা পরিষেবা দেবেন। ট্রমা কেয়ার সেন্টারে ইএনটি, ডেন্টাল, চক্ষু বিভাগের চিকিৎসকরা থাকবেন। অন কলে প্রস্তুত থাকবেন মেডিসিন, নিউরোসার্জারি বিশেষজ্ঞরা।

 
সম্পূর্ণ খবর পড়তে আমাদের নিউজ অ্যাপ ডাউনলোড করুন
 
Website : https://tripuranewsofficial.com/
 
Download App : https://play.google.com/store/apps/details?id=com.insyssky.app.tripuranewsofficial

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *