জিবিতে আধ ঘণ্টা লিফ্ট বিকল
ত্রিপুরা, ২১ নভেম্বর : জিবি হাসপাতালের মতো একটি রেফারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে লিফ্টগুলো বিকল অবস্থায়। চার তলার সিঁড়ি বেয়ে রোগী এবং তাদের আত্মীয়স্বজনদের চলাফেরা করতে হয়।
বহুবার লিফটে রোগী আটকে পড়ার ঘটনাও ঘটেছে।
ঠিকভাবে লিফ্টগুলো সাড়াই হচ্ছে না। শনিবার ট্রমা সেন্টারের চার তলার লিফ্ট হঠ্যাৎ করে আটকে যায়। লিফটে থাকা রোগীর পরিজনরা আটকে পড়েন। সেই সময় স্বাস্থ্যকর্মীরাও ছিলেন না। ফলে এক অনভিপ্রেত অবস্থার সৃষ্টি হয়। আধঘণ্টা পর কোনোভাবে লিফ্ট থেকে রোগীর পরিজনদের উদ্ধার করা হয়। আতঙ্কে তাদের চোখমুখ লাল হয়ে যায়। এই ঘটনার জন্যে তারা প্রস্তুত ছিলেন না। আতঙ্কিত..