জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাটের কচ্ছ, তীব্রতা যথাক্রমে ৪.২ ও ৩.২
ত্রিপুরা, ৩১ জানুয়ারি : জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাটের কচ্ছ জেলা। সোমবার প্রথমে সকাল ৫.১৮ মিনিট নাগাদ ৩.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় কচ্ছ জেলায়, এরপর সকাল ৬.৩৮ মিনিট নাগাদ পুনরায় ভূমিকম্প অনুভূত হয় কচ্ছ জেলায়। ৬.৩৮ মিনিট নাগাদ অনুভূত হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.২। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, সোমবার সকাল ৫.১৮ মিনিট নাগাদ ৩.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় গুজরাটের কচ্ছ জেলায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল কচ্ছ জেলার খাভাদা গ্রাম থেকে ২৩ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে। এরপর সকাল ৬.৩৮ মিনিট নাগাদ ৪.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়, দুধাই গ্রাম থেকে ১১ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে। জোড়া ভূমিকম্পে কোথাও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।